Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Don't listen to rumors: Prime Minister
Details

সত্য-মিথ্যা যাচাই না করে কোথাও কোনো কিছু শেয়ার বা মন্তব্য না করার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

বুধবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ‘তৃতীয় ডিজিটাল বাংলাদেশ দিবস-২০১৯’ সম্মননা প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, ‘কোনো পোস্ট শেয়ার করতে গেলে আগে খোঁজ নিয়ে দেখতে হবে সেটা কতটুকু সত্য না মিথ্যা’।

‘গুজবেও কান দেবেন না। সেটা ছোঁয়াও উচিত না, হাত দেয়াও উচিত না। তাতে অনেক ক্ষতি হয়ে যায়, সমাজের ক্ষতি হয়, ব্যক্তির ক্ষতি হয়, বিভিন্ন ধরণের ক্ষতি হয়’ বলছিলেন প্রধানমন্ত্রী। 

সাইবার নিরাপত্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি সুযোগ যেমন তৈরি করে অনেক সময় সমস্যাও সৃষ্টি করে উল্লেখ করে তিনি বলেন, ‘ ইন্টারনেট ব্যবহার করতে গেলে বা বিভিন্ন অ্যাপস ব্যবহার করতে গেলে দেখা যায় বিভিন্ন ধরনের জিনিস চলে আসে। সেগুলো ফিল্টার করার ব্যবস্থা করতে হবে।’

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে কারও বিরুদ্ধে বলতে গেলে এমন একটা অ্যাপ তৈরি করে ছেড়ে দেয় ওটা দেখলে একটা মানুষের সত্যিই ক্ষতি হয়। পরে দেখা যায় ওটা সম্পূর্ণ ভুয়া।’

‘একটা কিছু আসলো, অমনি সেটা শুনে সেখানেই রিয়্যাক্ট করা বা সেটা শুনেই কোনো কিছু করা সেটা ঠিক না। সঠিক তথ্যটা যাচাই করে নেওয়া দরকার। তাহলে এটা সমাজের জন্য, ব্যক্তিজীবনের জন্য মঙ্গল বয়ে আনবে।’ 

সাইবার নিরাপত্তা, অপরাধ সম্পর্কে অভিভাবক, শিক্ষক সবাইকে সচেতন থাকার আহবান জানিয়ে শেখ হাসিনা বলেন, বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিচ্ছেন, কী দেখছে তারা সেখানে নজরদারি থাকতে হবে। মোবাইলের আসক্তিতে কোনো তরুণ, শিশু কিশোর যেন না পড়ে। 

সম্মাননা প্রদানের এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

Images
Attachments
Publish Date
08/01/2020
Archieve Date
30/06/2020